Monday, June 23, 2025
Test
Google search engine
HomePolitics‘মানুষ বলে বিএনপি ক্ষমতায় আসলে দেশ রসাতলে যাবে’—এই বক্তব্য বাংলাভিশনের নামে ছড়ানোটি...

‘মানুষ বলে বিএনপি ক্ষমতায় আসলে দেশ রসাতলে যাবে’—এই বক্তব্য বাংলাভিশনের নামে ছড়ানোটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা একটি ভুয়া ও বিকৃত ফটোকার্ড।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানুষ বলে বিএনপি ক্ষমতায় আসলে দেশ নাকি রসাতলে যাবে : মঈন খান’ শীর্ষক একটি কথিত ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যা বাংলাভিশনের নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, এটি বাংলাভিশনের প্রকৃত কোনো ফটোকার্ড নয় বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৌশলে সম্পাদিত একটি ভুয়া কার্ড।

মূলত এটি ৯ মে বাংলাভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ‘আ.লীগ নিষিদ্ধের মালিক বিএনপি নয়, সিদ্ধান্ত জনগণের’ শিরোনামের আসল ফটোকার্ড থেকে কপি করে বানানো হয়েছে। শুধু শিরোনাম ও প্রকাশের তারিখ পরিবর্তন করে বিভ্রান্তিকর কার্ডটি ছড়ানো হয়।

আসল প্রতিবেদনে ড. আবদুল মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে জনগণ ও নির্বাচন কমিশন, বিএনপি নয়। তিনি এ মন্তব্য করেন ৯ মে, যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর।

অনুসন্ধানে আরও দেখা গেছে, এই ভুয়া দাবির বিষয়ে দেশের কোনো শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়নি।

সুতরাং, ‘মানুষ বলে বিএনপি ক্ষমতায় আসলে দেশ রসাতলে যাবে’—এই বক্তব্য বাংলাভিশনের নামে ছড়ানোটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা একটি ভুয়া ও বিকৃত ফটোকার্ড।

আসল ফটোকার্ড:

https://www.facebook.com/share/p/15icyYb3bV
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular