Monday, June 23, 2025
Test
Google search engine
HomePoliticsভিন্ন একটি ভিডিওকে মমতাজ বেগমের সঙ্গে জুড়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।

ভিন্ন একটি ভিডিওকে মমতাজ বেগমের সঙ্গে জুড়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতারের পর, একটি ভিডিও ছড়িয়ে পড়ে—যাতে দাবি করা হয় যে বুলডোজার দিয়ে মমতাজ বেগমের বাড়ি ভাঙা হচ্ছে।

তবে আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা গেছে, এটি মূলত গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দৃশ্য, যা ৩০ মার্চ ধারণ করা হয়েছিল। এ নিয়ে সে সময় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছিল। এর মধ্যে আজকের পত্রিকা শিরোনাম দেয়, “কালিয়াকৈরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, হামলায় বনকর্মী আহত”—এবং প্রতিবেদনটিতে সংযুক্ত ছবিতে যে বাড়িটি দেখা যায়, তা ভিডিওতে থাকা বাড়ির সঙ্গে হুবহু মিলে যায়।

মমতাজ বেগমের বাড়ি ভাঙার বিষয়ে কোনো প্রমাণ বা বিশ্বাসযোগ্য সূত্র পাওয়া যায়নি। ফলে নিশ্চিতভাবে বলা যায়, ভিন্ন একটি ভিডিওকে মমতাজ বেগমের সঙ্গে জুড়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular