ধামরাইয়ে কনের নাচের কারণে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়েছে। আলোচিত ভিডিও এবং দাবিটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, এটি সম্পূর্ণ ভিত্তিহীন।
ঘটনাটি নিয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কালের কণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, সামাজিক মাধ্যমে “কনের নাচের কারণে বিয়ে ভেঙে গেল”—এমন একটি গুজব ছড়ালেও বাস্তবে এর কোনো সত্যতা নেই। ঘটনাটি ঢাকা জেলার ধামরাইয়ে ঘটেছে বলে দাবি করা হলেও অনুসন্ধানে দেখা গেছে, সেখানে এমন কিছুই ঘটেনি।
ভাইরাল হওয়া নাচের ভিডিওটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের, যা ইউটিউবাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিয়ের ঘটনার সঙ্গে জুড়ে দিয়েছেন। “ধামরাই নিউজ টুয়েন্টিফোর” নামের একটি ফেসবুক পেজ প্রথম এই গুজব ছড়ায় এবং পরে নিজেরাই বিভ্রান্তির কথা স্বীকার করে।
এই ঘটনায় এক কলেজছাত্রীকে ভুলভাবে চিহ্নিত করে সামাজিকভাবে হেনস্তা করা হয়। স্থানীয় সাংবাদিকরা নিশ্চিত করেছেন, ভিডিও বা অভিযোগে উল্লেখিত তরুণী বিয়ের ঘটনার সঙ্গে যুক্ত নন। উল্লেখ্য, একই পেজ অতীতেও একাধিক ভুয়া সংবাদ ছড়িয়েছে।
তথ্যসূত্র:
[https://www.kalerkantho.com/…/countr…/2025/07/04/1541603](https://www.kalerkantho.com/…/countr…/2025/07/04/1541603 “”)