প্রচারিত ভিডিও ও দাবিটি যাচাই করে দেখা গেছে, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ, সংশ্লিষ্ট কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো নিরপেক্ষ সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। ভিডিওটি যেভাবে ছড়ানো হয়েছে, তাতে এটি রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে বলে স্পষ্টভাবে অনুমান করা যায়।