সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এটি ঘিরে দাবি করা হয়—বাংলাদেশে ‘জুলাই গ্যাং কালচার’-এর অংশ হিসেবে এই সংঘর্ষ হয়েছে। তাছাড়া কয়েকটি ফেসবুক পেজ ভিডিওটি পোস্ট করে দাবি করে এটি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংঘর্ষ।
তবে আলোচিত ভিডিওটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সঠিক নয়। ভিডিওটি ২০২৩ সালের ১০ জুন ভারতের কেরালা রাজ্যে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় ধারণ করা হয়। টাইমস নাউ, লেটেস্টলি, গুজরাট জাগরণ এবং ওয়ানডিও-র মতো ভারতীয় গণমাধ্যমে ভিডিওটির প্রসঙ্গসহ প্রতিবেদন পাওয়া গেছে।
ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ করে যাচাই করলে দেখা যায়, কেরালার একটি স্কুলের বাইরে প্রায় ২০ জন শিক্ষার্থী সংঘর্ষে জড়ায় এবং এতে অন্তত দুজন গুরুতর আহত হন। বাংলাদেশে এটি ‘জুলাই গ্যাং কালচার’ নামে চালিয়ে দেওয়া বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে, ভিডিওটির সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
তথ্যসূত্র: