Monday, June 23, 2025
Test
Google search engine
HomeOthersভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তাই, এটি ঘিরে ছড়ানো সাম্প্রতিক দাবিগুলো...

ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তাই, এটি ঘিরে ছড়ানো সাম্প্রতিক দাবিগুলো বিভ্রান্তিকর ও সম্পূর্ণ মিথ্যা গুজব।

আলোচিত ভিডিওটি ঘিরে অনুসন্ধানে দেখা গেছে, পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম Geo News এক প্রতিবেদনে এ ঘটনার উল্লেখ করেছে। প্রতিবেদনে থাকা ছবি ও আলোচিত ভিডিওর ফুটেজ একেবারে হুবহু মিলেছে। Geo News-এর তথ্য অনুযায়ী, ঘটনাটি রাওয়ালপিন্ডির একটি মাদ্রাসায় শিশু নির্যাতনের সঙ্গে জড়িত, যেখানে এক শিশুকে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এ ঘটনায় রাওয়ালপিন্ডি পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে এবং প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনাটি সম্ভবত ২০১৮ সালের শীতকালে ঘটেছিল। এর আগেও এই একই ভিডিওকে ঘিরে গুজব ছড়ানো হয়েছিল, যখন ভারতীয় সামাজিক মাধ্যমে একে ভারতের ঘটনা বলে প্রচার করা হয়। বাস্তবতা হলো, এই ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তাই, এটি ঘিরে ছড়ানো সাম্প্রতিক দাবিগুলো বিভ্রান্তিকর ও সম্পূর্ণ মিথ্যা গুজব।

Geo News:

https://www.geo.tv/…/241788-rawalpindi-qari-arrested…
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular