আলোচিত ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, দ্য ফ্রি প্রেস জার্নাল ৩০ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে ভিডিওটির দৃশ্যসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্য হুবহু মিলে যায়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি হলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক ড. ইয়ার আলী। ভিডিওতে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে মারধর করছেন, এবং বিষয়টি নিয়ে পরবর্তীতে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় কনফেশনাল পোস্ট দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সুতরাং, ভিডিওটিকে ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব।
The free press journal’s article: