সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানের কিরানা হিলের পারমাণবিক ঘাঁটিতে ভারতীয় বাহিনীর হামলায় বড় ধরণের ক্ষতি হয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) এই প্রসঙ্গে আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের কোনো পারমাণবিক স্থাপনায় রেডিয়েশন লিক বা নিঃসরণের প্রমাণ নেই। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই বিষয়ে নানা গুজব ছড়ানো হচ্ছিল।
IAEA-র বিবৃতি এসেছে এমন এক সময়, যখন সামাজিক মাধ্যমে দাবি ওঠে, ভারতের ‘অপারেশন সিংগলেক’ চলাকালে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ভারতীয় বিমান বাহিনীর মহাপরিচালক এয়ার মার্শাল এ কে ভারতী স্পষ্টভাবে জানান, কিরানা হিলস লক্ষ্যবস্তু ছিল না এবং সেখানে কোনো বিমান হামলা হয়নি।
The economic times report: https://shorturl.at/o8fwJ