আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন—এই দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
অনুসন্ধানে জানা গেছে, এই দাবির উৎস দুটি ফ্রি ডোমেইনের ব্লগস্পট সাইট—‘amardeesh247’ এবং ‘somoytvv247’—যেগুলো মূলধারার কোনো গণমাধ্যম নয় এবং এই সাইটগুলো মূলত গুজব ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। পূর্বেও এই ধরনের ডোমেনসাইট ব্যবহার করে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে যা নিয়ে ফ্যাক্ট রিভিউ টিম প্রতিবেদন ও লিখেছে। এদের ব্যবহার করা ডোমেইন আসল ‘আমার দেশ’ বা ‘সময় টিভি’র সঙ্গে সম্পর্কযুক্ত নয়।
তথাকথিত সংবাদে ট্রাম্পের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুমকি, জাতিসংঘে আলোচনার দাবি এবং মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদারের গল্প সাজানো হয়েছে, কিন্তু এসবের বাস্তব সত্যতা মেলেনি। এমন কোনো বার্তা বা বিবৃতি ট্রাম্প কখনো দেননি এবং এ নিয়ে দেশের কোনো মূলধারার বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। মূলত ট্রাম্প এই ধরনের বক্তব্য দিলে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক লেখালেখি হত।
মূলত, ফ্রি ডোমেইনের সাইট ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানোর চেষ্টা এটি। তাই আলোচিত ভাইরাল দাবিটি সম্পূর্ণ গুজব।