‘নির্দেশনা না মেনে সফরসঙ্গী উপদেষ্টার স্ত্রী ও দুই বোন’—এই শিরোনামে কালের কণ্ঠে প্রকাশিত একটি সংবাদ ও ফটোকার্ড সম্প্রতি ব্যাপক জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ধর্মবিষয়ক উপদেষ্টার স্ত্রী ও দুই বোন সম্পূর্ণ নিজস্ব খরচে হজে গেছেন, এবং সরকারি অর্থের কোনো সংশ্লিষ্টতা নেই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ধর্ম উপদেষ্টার ছোট বোনের স্বামী ড. আহমদ আলী বিষয়টি নিয়ে ১৪ জুন এক ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি লেখেন, “আমার স্ত্রী ধর্ম উপদেষ্টার ছোট বোন এবং তিনি সম্পূর্ণ নিজস্ব খরচে হজে গিয়েছেন। আমি তার মাহরাম হিসেবে যেতে না পারায়, উপদেষ্টাকে একান্তভাবে অনুরোধ করি তাকে সাথে নেওয়ার জন্য।” একইভাবে উপদেষ্টার অন্য বোনও ব্যক্তিগত খরচে হজে গিয়েছেন। আরেক বোন আর্থিক সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত যাত্রা করতে পারেননি।
ড. আহমদ আলী আরও জানান, তার স্ত্রী ও দেবরানি হজে গেছেন ধর্ম উপদেষ্টার সাথে হলেও তারা ফিরবেন উপদেষ্টার ফেরার প্রায় দশ–বারো দিন পর। এ থেকেই স্পষ্ট, তারা কোনো সরকারি প্রতিনিধি দলে যাননি এবং সম্পূর্ণভাবে স্বতন্ত্র ব্যবস্থায় হজ পালন করছেন।
পোস্টে তিনি লেখেন, “সৌদি আরবে আমার স্ত্রীর বড় ভাই ড. সাদিক হোসেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে কর্মরত। এছাড়াও পরিবারের আরও ঘনিষ্ঠ আত্মীয়রা সেখানে রয়েছেন, যারা তাদের সেবায় নিয়োজিত আছেন।”
তিনি কালের কণ্ঠের প্রকাশিত ফটোকার্ডকে “উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে বলেন, “যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, তাতে সাধারণ পাঠকের মনে সহজেই ভুল ধারণা তৈরি হতে পারে যে তারা সরকারি খরচে হজে গেছেন, যদিও সংবাদ বিবরণে পরিষ্কারভাবে বলা আছে যে তা নয়।”
উল্লেখ্য, দেশের অন্যান্য শীর্ষস্থানীয় গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে ধর্ম উপদেষ্টার পরিবারের নিজস্ব খরচে হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অতএব কালের কন্ঠের আলোচিত ফটো কার্ডটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/p/1EgpiFsJpq/](https://www.facebook.com/share/p/1EgpiFsJpq/ “”)
[https://www.shomoyeralo.com/news/316360](https://www.shomoyeralo.com/news/316360 “”)