২৭ জুন আরটিভির ফেসবুক পেজে “গাঁজা কিনতে লাগবে ‘প্রেসক্রিপশন’” শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়, যা সামাজিক মাধ্যমে অনেকেই বাংলাদেশের ঘটনা বলে প্রচার করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন।
তবে আলোচিত দাবিটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি বাংলাদেশের নয়, বরং থাইল্যান্ডের। প্রতিবেদনে বলা হয়, গাঁজার অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে থাইল্যান্ড সরকার প্রেসক্রিপশন ছাড়া গাঁজা বিক্রি নিষিদ্ধ করেছে।
২৪ জুন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুয়েতিন এক আদেশের মাধ্যমে এই নিয়ম জারি করেন এবং গাঁজা ফুলকে ‘নিয়ন্ত্রিত ভেষজ’ হিসেবে পুনরায় শ্রেণিকরণের প্রস্তাব দেন।
আসলে, আরটিভির সংবাদের শিরোনামে দেশের নাম না থাকায় এটি বিভ্রান্তিকর ক্লিকবেইট হিসেবে কাজ করেছে, যা অনেকেই ভুলবশত অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের ঘটনা দাবি করে প্রচার করছেন।
সুতরাং, থাইল্যান্ড সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ঘটনা হিসেবে উপস্থাপন করা একটি স্পষ্ট বিভ্রান্তিকর প্রচারণা।
তথ্যসূত্র: