Google search engine
HomePoliticsড. ইউনূস দেশ ছাড়ছেন” এমন শিরোনামসহ চ্যানেল২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং...

ড. ইউনূস দেশ ছাড়ছেন” এমন শিরোনামসহ চ্যানেল২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং ডিজিটালি সম্পাদিত

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ফটোকার্ডে দাবি করা হয়, “যে কোন সময় দেশে ঢুকতে পারেন শেখ হাসিনা, তাই দেশ ত্যাগ করতে চাইছেন ড. ইউনূস”—এটি চ্যানেল২৪ এর নামে প্রচারিত হলেও মূলত ভুয়া ও সম্পাদিত।

আলোচিত ফটো কার্ডটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা যায়, চ্যানেল২৪ এই শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ফটোকার্ডে চ্যানেল২৪ এর লোগো থাকলেও তারিখের অনুপস্থিতি এবং অন্য উপাদানের অসামঞ্জস্যতা ধরা পড়ে।

চ্যানেল২৪-এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও এই নামে কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে ৫ জুন “যে রায়ের পর পতন হয় শেখ হাসিনার” শিরোনামে একটি মূল ফটোকার্ড প্রকাশ করেছিল চ্যানেলটি। মূলত ভুয়া ফটোকার্ডটি সেই মূল ফটোকার্ডের ডিজাইন ও কাঠামো ব্যবহার করে শিরোনাম পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ডে শেখ হাসিনা ও ড. ইউনূস প্রসঙ্গে এমন কোনো বক্তব্য ছিল না—বরং সরকারি চাকরিতে কোটা বহাল রায়ের বর্ষপূর্তিকে কেন্দ্র করে প্রতিবেদন প্রকাশ হয়েছিল।

সুতরাং, “ড. ইউনূস দেশ ছাড়ছেন” এমন শিরোনামসহ চ্যানেল২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং ডিজিটালি সম্পাদিত।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/p/1CSTFnwka5
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular