সম্প্রতি ড. ইউনূসের নামে “বুকে পাথর চেপে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা” শিরোনামে যমুনা টিভির একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ফ্যাট ফ্যাক্ট রিবিউট টিমের অনুসন্ধানে এটি ভুয়া ও বানোয়াট বলে নিশ্চিত হওয়া গেছে। ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো থাকলেও কোনো তারিখ উল্লেখ নেই এবং যমুনার মূল ডিজাইন স্টাইল ও ফন্টের সঙ্গে এর কোনো মিল নেই। ১০ মে রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যমুনা টিভির ফেসবুক পেজে যে ফটোকার্ডগুলো প্রকাশিত হয়েছে, সেগুলোর মধ্যেও এমন কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রকৃতপক্ষে ড. ইউনূস এ ধরনের কোনো বক্তব্য কোথাও দেননি এবং দেশের কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও এই দাবির পক্ষে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। অতএব আলোচিত ফটো কার্ডটি টি যমুনা টিভির ডিজাইনের আদলে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা।