‘নির্বাচন পেছানোর জন্য সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের গেইম খেলছে’—এই শিরোনামে তারেক রহমানকে উদ্ধৃত করে দৈনিক প্রথম আলোর নামে যে ফটোকার্ডটি ছড়ানো হচ্ছে, সেটি ভুয়া এবং বানোয়াট। ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো ও ৯ মে ২০২৫ তারিখ থাকলেও, অনুসন্ধানে দেখা গেছে, প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে এমন কোনো ফটোকার্ড বা সংবাদের অস্তিত্ব নেই।
ফটোকার্ডটির ফন্ট এবং ডিজাইনের প্রথম আলোর প্রচলিত ফটো কার্ডের সাথে অনেক অমিল রয়েছে। বরং ডিজিটাল সম্পাদনার মাধ্যমে প্রযুক্তির সহায়তায় এটি জালিয়াতি করে তৈরি করা হয়েছে। পাশাপাশি, তারেক রহমান এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন—এমন প্রমাণও দেশের কোনো শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। তাই বলা যায়, আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং মিথ্যা গুজব ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা।