Monday, June 23, 2025
Test
Google search engine
HomeOthersঘটনাটি ঘটে গত ৪ এপ্রিল রাতে, ভারতের ফরিদাবাদের খেদি এলাকার ভারত কলোনির...

ঘটনাটি ঘটে গত ৪ এপ্রিল রাতে, ভারতের ফরিদাবাদের খেদি এলাকার ভারত কলোনির এক রাস্তায়

আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়, যেখানে দেওয়ালে হিন্দিতে লেখা এবং মোটরসাইকেলের নাম্বার প্লেটের ধরণ থেকে এটি যে ভারতের, তা স্পষ্ট বোঝা যায়। পরবর্তীতে এ ঘটনার সাথে সম্পর্কিত একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনও শনাক্ত করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ৪ এপ্রিল রাতে, ভারতের ফরিদাবাদের খেদি এলাকার ভারত কলোনির এক রাস্তায়। সেখানে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার সময় একজন স্থানীয় ব্যক্তি মধ্যস্থতা করতে গেলে তাকে এবং পরে তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। পরবর্তীতে এই ভিডিওটি মিথ্যাভাবে বাংলাদেশের বলে দাবি করে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে।

সংবাদ প্রতিবেদন:

https://shorturl.at/Z1jZj
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular