ভাইরাল হওয়া আলোচিত ছবিটি নিয়ে অনুসন্ধানে, isitai.com-এর মতো নির্ভরযোগ্য এআই কনটেন্ট শনাক্তকারী সাইটে ছবিটি বিশ্লেষণ করলে এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
পাশাপাশি গর্ভবতী পুলিশকে পিটিয়ে মারার দাবি নিয়ে অনুসন্ধান চালালে কি-ওয়ার্ড সার্চে গত বছরের জুলাই-আগস্ট অথবা পরবর্তী সময়ে গর্ভবতী নারী পুলিশ সদস্যের নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।অনুসন্ধানে আরও জানা যায়, অতীতেও একাধিকবার একই ধরনের গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। সুতরাং, প্রচারিত দাবি সম্পূর্ণ মিথ্যা এবং সংশ্লিষ্ট ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি — এটি নিশ্চিতভাবে প্রতীয়মান হয়েছে।