চলমান পাক-ভারত সংঘাতের প্রেক্ষাপটে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে অমৃতসরে পাকিস্তানি ড্রোনকে ভারতের অ্যান্টি-মিসাইল ব্যবস্থা দিয়ে গুলি করে ভূপাতিত করার দৃশ্য নয়। এটি ২০২৪ সালের আগস্ট মাসে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর নিক্ষেপ করা রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশেই ধ্বংস করার ঘটনার ভিডিও।
অনুসন্ধানে দেখা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ইসরায়েলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে “Last night in northern Israel: a barrage of Hezbollah rockets fired at Israeli communities.” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভাইরাল ভিডিওটি ওই একই ফুটেজের অংশ, যা ভুল প্রেক্ষাপটে ভারতের দাবি হিসেবে প্রচার করা হচ্ছে।
সুতরাং, এটি স্পষ্ট যে ভাইরাল ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত, এবং সেটিকে ভুয়া ক্যাপশন দিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ সংক্রান্ত ভিডিও হিসেবে চালানো হচ্ছে।