Monday, June 23, 2025
Test
Google search engine
HomePoliticsএটি একটি সম্পূর্ণ ভুয়া ও কারসাজিমূলকভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা

এটি একটি সম্পূর্ণ ভুয়া ও কারসাজিমূলকভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা

আলোচিত ছবিটি ঘিরে অনুসন্ধানে জানা যায়, “শাহবাগে ফ্যাসিবাদের পতন-ধ্বনি” শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণে কোনো লিড নিউজ প্রকাশিত হয়নি। বাস্তবতা হলো, পত্রিকাটির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফ্রন্ট পেজ ডিজাইন করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।

স্ক্রিনশটটিতে উল্লেখিত তারিখ ১০ মে, ২০২৫ হওয়ায়, সেদিনের আমার দেশ পত্রিকার ওয়েবসাইটে সংরক্ষিত প্রথম ও দ্বিতীয় উভয় সংস্করণ খতিয়ে দেখা হয়। তাতে কথিত ফ্রন্ট পেজের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। পাশাপাশি মূল পত্রিকার ফ্রন্ট পেজ ডিজাইন ও বিন্যাসের সঙ্গেও ভাইরাল ছবিটির স্পষ্ট অমিল রয়েছে। এসব প্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায়, এটি একটি সম্পূর্ণ ভুয়া ও কারসাজিমূলকভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ।

প্রথম সংস্করণ: https://eamardesh.com/2025-05-10/edition-1

দ্বিতীয় সংস্করণ: https://eamardesh.com/2025-05-10/edition-2

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular