Google search engine
HomeOthersএটি একটি ভুয়া খবর এবং সিরিয়ার প্রেসিডেন্ট এ ধরনের কোনো আদেশ দেননি

এটি একটি ভুয়া খবর এবং সিরিয়ার প্রেসিডেন্ট এ ধরনের কোনো আদেশ দেননি

সাম্প্রতিক সময়ে “সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সিরিয়ার আকাশসীমা ইরানি ড্রোন ও মিসাইল প্রতিরোধের জন্য উন্মুক্ত করে দিয়েছেন” শিরোনামে একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, এটি একটি ভুয়া খবর এবং সিরিয়ার প্রেসিডেন্ট এ ধরনের কোনো আদেশ দেননি।

লেভান্ট ২৪ নামক সংবাদমাধ্যম সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানিয়েছে: “আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি যে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সিরিয়ার আকাশসীমা ইরানি ড্রোন এবং মিসাইল প্রতিরোধের জন্য উন্মুক্ত ঘোষণা দিয়েছেন। এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”

এ ছাড়া, এক্স-এ সংযুক্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম GORK-কে এই দাবিটি যাচাই করতে বললে, GORK-এর দেওয়া তথ্য অনুযায়ী এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা SANA-সহ কোনো সরকারি সূত্র এই দাবি সমর্থন করেনি।

বরং, সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের ১৩ জুন সিরিয়ার আকাশসীমায় ইরানি ড্রোন ও মিসাইল প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সিরিয়া নয়।

সিরিয়ার সীমিত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ ও জটিল কূটনৈতিক সম্পর্কের কারণে এমন নীতিগত পরিবর্তনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাই উক্ত দাবিটি একটি বিভ্রান্তিকর গুজব ছাড়া আর কিছু নয়।

তথ্যসূত্র:

Levant24: https://x.com/Levant_24_/status/1934618283979980908

Gork: https://x.com/grok/status/1934412051943928305

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular