Monday, June 23, 2025
Test
Google search engine
HomePoliticsএটি একটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও। সুতরাং, রাষ্ট্রপতির মুখে করিডোর প্রসঙ্গে ইউনূসকে...

এটি একটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও। সুতরাং, রাষ্ট্রপতির মুখে করিডোর প্রসঙ্গে ইউনূসকে দায়ী করার দাবি মিথ্যা এবং ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ড. মুহাম্মদ ইউনূসের গোপন তথ্য ফাঁস করেছেন এবং হিলারি ক্লিনটনের সাথে তার আতাতের প্রসঙ্গ তুলেছেন। ভিডিওটিতে বলা হয়, রাষ্ট্রপতি করিডোর ইস্যুতে সেনাপ্রধানের বক্তব্যের পটভূমিতে এ মন্তব্য করেন। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মানবিক করিডোর ইস্যু বা বর্তমান সময়ের কোনো প্রসঙ্গ নয়।

মূল ভিডিওটি ২০২৩ সালের ১৬ মে পাবনায় রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনার সময়ের। মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে দুই বছর আগে প্রকাশিত আলোচিত ভিডিওটির পূর্ণ সংস্করণ পাওয়া যায়, যেখানে রাষ্ট্রপতিকে পদ্মা সেতু ও তৎকালীন সরকারের বিরোধিতা প্রসঙ্গে ইউনূসের ভূমিকা নিয়ে কথা বলতে শোনা যায়। তবে করিডোর বা সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক ইস্যু সেখানে ছিল না।

আলোচিত ভিডিওটি মূলত রাষ্ট্রপতির বক্তব্যের বিভিন্ন অংশ কেটে, মিরর করে এবং পুনঃসম্পাদনার মাধ্যমে বানানো হয়েছে। এটি একটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও। সুতরাং, রাষ্ট্রপতির মুখে করিডোর প্রসঙ্গে ইউনূসকে দায়ী করার দাবি মিথ্যা এবং ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র:

[https://www.youtube.com/watch?v=sAEj0lvZ00Q](https://www.youtube.com/watch?v=sAEj0lvZ00Q “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular