সম্প্রতি ফেসবুকে “দেশে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ চলছে: মির্জা ফখরুল” শিরোনামে ইনডিপেনডেন্ট টিভির লোগোসহ একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। আলোচিত ফটো কার্ডটি নিয়ে অনুসন্ধানে নিশ্চিত হয়েছে, এটি ইনডিপেনডেন্ট টিভির তৈরি নয় বরং ডিজিটাল সম্পাদনার মাধ্যমে বানানো একটি ভুয়া কার্ড।
কার্ডটিতে ১০ মে ২০২৫ তারিখ উল্লেখ থাকলেও ইনডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এমন কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব নেই। তাছাড়া ভাইরাল কার্ডটির ফন্ট ও ডিজাইন ইনডিপেনডেন্ট টিভির আসল ফটোকার্ড থেকে অনেক অমিল রয়েছে। তাছাড়া আলোচিত দাবিটি নিয়ে কিওয়ার্ড সার্চেও মির্জা ফখরুলের এমন কোনো মন্তব্যের সত্যতা মেলেনি।
তবে ‘বাংলাদেশ প্রতিদিন’-এ জাসদের বরাতে ২ ডিসেম্বর একটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে ‘পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার’ ও ‘মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ’ প্রসঙ্গে বক্তব্য এসেছে। কিন্তু এটি জাসদের বক্তব্য, মির্জা ফখরুলের নয়। তাই ইনডিপেনডেন্ট টিভির নামে প্রচারিত আলোচিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন: