আলোচিত ফটো কার্ডটি নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, দৈনিক জনকণ্ঠের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এমন কোনো শিরোনাম বা ফটো কার্ডের অস্তিত্ব নেই। তবে, জনকণ্ঠের পেজে ‘১৯৭৪ সালেই বাংলাদেশের কাছে মাফ চেয়েছিল পাকিস্তান!’ শিরোনামে একটি ফটো কার্ড পাওয়া গেছে, যার ডিজাইন আলোচিত কার্ডটির সঙ্গে হুবহু মিলে যায়। মূলত ওই আসল ফটো কার্ডটিকেই এডিট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্দেশ্যে ভুয়া ফটো কার্ডটি তৈরি করা হয়েছে।
জনকণ্ঠের আসল ফটোকার্ড: