Monday, June 23, 2025
Test
Google search engine
HomePoliticsআলোচিত ফটোকার্ডটি একটি ভুয়া ও বিভ্রান্তিমূলক সম্পাদনা।

আলোচিত ফটোকার্ডটি একটি ভুয়া ও বিভ্রান্তিমূলক সম্পাদনা।

সম্প্রতি “মির্জা ফখরুলের নামে ফেসবুক–হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, জামাত নেতা সহ গ্রেফতার ২” শীর্ষক সমকাল পত্রিকার লোগোসহ একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, এটি সম্পূর্ণ ভুয়া ও সম্পাদিত।

মূলত সমকাল এ ধরনের কোনো ফটোকার্ড বা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেনি। তবে, ২৬ মে সমকালের অফিসিয়াল ফেসবুক পেজে একই ডিজাইনসংবলিত একটি ফটোকার্ড প্রকাশিত হয়েছিল, যেখানে শিরোনামে ‘জামাত নেতা’ শব্দটি ছিল না।

ভুয়া কার্ডটি ২৬ মে প্রকাশিত আসল ফটোকার্ডটিকে ডিজিটাল সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াতে তৈরি করা হয়েছে।

সমকালের মূল প্রতিবেদনে গ্রেপ্তার দুই ব্যক্তির নাম ও বিস্তারিত থাকলেও, তাদের রাজনৈতিক পরিচয় সংক্রান্ত কোনো তথ্য ছিল না। অথচ ভুয়া ফটোকার্ডে ‘জামাত নেতা’ শব্দটি জুড়ে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হয়েছে।

সুতরাং, আলোচিত ফটোকার্ডটি একটি ভুয়া ও বিভ্রান্তিমূলক সম্পাদনা।

আসল ফটোকার্ড:

https://www.facebook.com/share/p/1bDmUz6bp6/
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular