সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ফেস দ্যা পিপল’-এর ডিজাইনযুক্ত একটি ফটোকার্ডে দাবি করা হয় যে, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া বলেছেন—”ড. ইউনূস দেশ ছাড়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেনাশাসিত সরকারই দেশকে রক্ষা করতে পারে” এবং এ জন্য তিনি সেনা অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আলোচিত ফটোকার্ডটিতে ২৩ মে ২০২৫ তারিখ উল্লেখ করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, উক্ত তারিখে ‘ফেস দ্যা পিপল’-এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, ‘ফেস দ্যা পিপল’-এর অফিসিয়াল ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির ডিজাইন ও রঙে বেশ কিছু অমিল রয়েছে, যা থেকে স্পষ্ট ধারণা করা যায় এটি ভুয়া এবং ডিজিটালি সম্পাদিত। একই সঙ্গে ইকবাল করিম ভুঁইয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দেশের কোনো শীর্ষস্থানীয় গণমাধ্যমেও এই ভুয়া দাবির পক্ষে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তাই বলা যায়, আলোচিত ফটোকার্ডটি উদ্দেশ্যপ্রণোদিত একটি ডিজিটাল প্রোপাগান্ডা, যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র:
[https://banglanews24.com/national/news/bd/1523545.details](https://banglanews24.com/national/news/bd/1523545.details “”)