সাম্প্রতিক সময়ে “আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে কোন কথাই এখন দেশের মানুষ বিশ্বাস করে না : আমির খসরু” শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর দাবি করা হয়।
আলোচিত ফটো কার্ডটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, আমীর খসরু এ ধরনের কোনো মন্তব্য দেননি এবং এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য উৎসও পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডে ‘৫১ টিভি’ নাম উল্লেখ থাকলেও বাংলাদেশে এমন কোনো স্বীকৃত গণমাধ্যমের অস্তিত্ব নেই। তাছাড়া দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কিওয়ার্ড সার্চিংয়ের মাধ্যমে এই দাবির পক্ষে কোন নির্ভরযোগ্য প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডে “বিস্তারিত কমেন্টে” বলা হলেও মন্তব্যে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ফটোকার্ডের ডিজাইন মিল পাওয়া যায় বার্তা২৪-এর ২৮ এপ্রিলের একটি পোস্টের সঙ্গে, যার শিরোনাম ছিল ‘এক-দেড় মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করা সম্ভব: আমির খসরু’ যেখানে আমীর খসরু নির্বাচন বিষয়ে মন্তব্য করেছিলেন।সেই প্রতিবেদনে কোথাও আলোচিত ভুয়া মন্তব্যটি ছিল না।
অর্থাৎ, “আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে কোন কথাই এখন দেশের মানুষ বিশ্বাস করে না : আমির খসরু” শিরোনামে আলোচিত ফটো কার্ডটি ভুয়া এবং সম্পাদিত।