Monday, June 23, 2025
Test
Google search engine
HomePoliticsঅনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে—নওগাঁয় এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি ভিন্ন ঘটনার...

অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে—নওগাঁয় এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি ভিন্ন ঘটনার ভিডিওকে ব্যবহার করে সাম্প্রদায়িক উসকানি ও গুজব ছড়ানোর অপচেষ্টা মাত্র

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও দিয়ে দাবি করা হয়, বাংলাদেশে এক মুসলিম যুবক আব্দুল হাকিম একজন হিন্দু মেয়ে অঞ্জনা রায়কে অপহরণ করেছে। তার বাবা হরাধন রায় প্রতিবাদ করলে মুসলিমদের হাতে মারধরের শিকার হন এবং আহত হন। তবে ভিডিওটি বিশ্লেষণে জানা যায়, এটি মূলত ২০২৫ সালের ১৪ মে সিলেটের একটি ঘটনা, যেখানে নির্মলেন্দু দাস রানা—হবিগঞ্জের নবীগঞ্জ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান—স্থানীয়দের দ্বারা গণপিটুনির শিকার হন এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, আওয়ামী লীগের পতনের পর থেকে রানা পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাটির সঙ্গে কোনো সাম্প্রদায়িক প্রসঙ্গ জড়িত নয়।

এ বিষয়টি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন আকারেও প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে—নওগাঁয় এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি ভিন্ন ঘটনার ভিডিওকে ব্যবহার করে সাম্প্রদায়িক উসকানি ও গুজব ছড়ানোর অপচেষ্টা মাত্র।

তথ্যসূত্র:

[https://www.facebook.com/share/p/1AYLQfbh7T/](https://www.facebook.com/share/p/1AYLQfbh7T/ “‌”)

[https://dailynayadiganta.com/…/country-news/iyrt8IBqUUEn](https://dailynayadiganta.com/…/country-news/iyrt8IBqUUEn “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular